ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
4.8
เรื่องสั้น
গড্ডলিকা - লম্বকর্ণ
পরশুরাম (রাজশেখর বসু) রচিত “গড্ডলিকা” পাঁচটি ভিন্নস্বাদের গল্পের সমাহার। রবীন্দ্রনাথ ঠাকুর এই বইটি সম্পর্কে বলেছেন “বইখানি চরিত্র চিত্রশালা”। তাই বইটির সমালোচনায় তিনি বইটিকে ‘গড্ডলিকা প্রবাহ’ নামে অভিহিত করেন। পরশুরাম শব্দ দিয়ে ছবি এঁকেই বিচিত্র মানুষের ঢল নামিয়েছেন এই “গড্ডলিকা”-য়। সৈয়দ মুজতবা আলী এক চিঠিতে রাজশেখর বসুকে জানিয়েছিলেন, “আপনার সমস্ত পাণ্ডুলিপি যদি হারিয়ে যায়, আমাকে বলবেন, আমি স্মৃতি থেকে সমস্ত লিখে দেব”। কৌতুকের আশ্রয়ে তৎকালীন সমাজেরই জীবন্ত সব চরিত্রদের মেলা বসিয়েছেন “গড্ডলিকা”-য়। প্রথম বিশ্বযুদ্ধের পরে অনেক কোম্পানী রাতারাতি গজিয়ে ওঠে আবার ডুবেও যায়। অসাধু ব্যবসায়ীদের চরিত্র থেকে শুরু ক’রে ডাক্তার, ধর্মীয় গুরু কেউই বাদ যায়নি সেই প্রবাহে। এত বছর পরেও সেই প্রবাহ কি আজও আমার-আপনার চারপাশে চোখে পড়ে না ? একথা মিলিয়ে নিতে আজই হাসতে-হাসতে শুনে ফেলুন “গড্ডলিকা”।
© 2021 Storyside IN (หนังสือเสียง ): 9789354349041
วันที่วางจำหน่าย
หนังสือเสียง : 1 กันยายน 2564
แท็ก
ภาษาไทย
ประเทศไทย