Brihot Banga 1 Dinesh Chandra Sen
Step into an infinite world of stories
বৃহৎ বঙ্গ ২
অশুনুন শুনি - বৃহৎ বঙ্গ ২. আচার্য দীনেশচন্দ্র সেনের 'বৃহৎ বঙ্গ' বঙ্গসংস্কৃতির মহাকোষ। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত বাঙালির কৃষ্টির এমন সর্বাঙ্গীন সর্বেক্ষন আর দ্বিতীয়টি নেই। এদেশে দীনেশ্চন্দ্রই প্রথম যিনি কেবলমাত্র রাজন্যবর্গের বংশপরিচয় ও অভিজাতবর্গের জীবনযাপন অবলম্বন ক'রে ইতিহাস সংকলন করেননি; সাধারণ মানুষের ক্রিয়া - কর্ম - আচার -বিশ্বাস - সংস্কার মিলিয়ে রচনা ক'রে তুলতে চেয়েছিলেন বাঙালিজীবনের এক অখণ্ড চালচিত্র। বঙ্গসংস্কৃতির প্রাচীন ও মধ্যযুগের চর্চায় এই গ্রন্থ আজ ও তাই অপরিহার্য।
© 2021 Storyside IN (Audiobook): 9789353989545
Release date
Audiobook: 14 June 2021
English
India