Dhaape Dhaape Khoon Debarati Mukhopadhyay
Step into an infinite world of stories
শুধু ভারতবর্ষ বলে নয়, গোটা পৃথিবীতেই এখনো পুরুষ অপরাধীর তুলনায় মহিলা অপরাধীর সংখ্যা কম। আজ থেকে পঞ্চাশ বছর আগে সেই ব্যবধান ছিল আরো প্রকট। কোন মহিলা আসামী সাব্যস্ত হলে মানুষের কৌতূহলের সীমা থাকতনা। বিশেষত সেই মহিলা যদি হয় কোন বনেদী পরিবারের উচ্চশিক্ষিতা সুন্দরী কন্যা। যে বিশ্বাসঘাতকরার শাস্তি দিতে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিল খোদ ভালবাসার মানুষটিকেই। বন্দুকের গুলি দিয়ে প্রতারনার হিসেব মিটিয়ে ছিল সে। ১৯৬৬ সালে উত্তরপ্রদেশের লক্ষনৌ শহরে ঘটা এই ভয়ঙ্কর খুনের পেছনের কাহিনী জানতে গেলে শুনতে হবে ‘আগুন মেয়ের গুলিতে।‘
Release date
Audiobook: 20 June 2020
English
India