Masuki dunia cerita tanpa batas
মণিকন্ঠন এর গলায় এক আজব তাবিজ কন্ঠি করে বাঁধা। অদ্ভুত সেই তাবিজের কেরামতি। তাবিজ বলে দিতে পারে কখন সে খুশী বা কখন দুখী , কখনই বা সে সুস্থ কিংবা কখন সে অসুস্থ। সে তাকে মনে করিয়ে দেয় কখন খেতে হবে, কখন ঘুমোতে হবে, এমনকি হোম ওয়ার্ক করতেও সাহায্য করে। যখন তার শরীর ভালো থাকেনা তখন মণির মাকে সেই খবরটা জানিয়ে দেয় ঐ কন্ঠি। এটা কি ম্যাজিক না বিজ্ঞান? মণিকন্ঠন আর তার মা চালাক-চতুর একটা নুতন শহরে চলে আসার পর কি হলো তা জানার জন্যে গল্পটি পড়।
অনিল মেননের ছোট গল্প অনেক ম্যাগাজিন এবং সংকলনে প্রকাশিত হয়েছে। তার প্রথম উপন্যাস দ্য বিস্ট উইথ নাইন বিলিয়ন ফিট (জুবান বুকস, 2010) 2010 সালের ভোডাফোন-ক্রসওয়ার্ড পুরষ্কারের জন্য মনোনীত হয়েছিল। তার খুব সাম্প্রতিক একটি কাজ হচ্ছে হাফ অব হোয়াট আই সে (ব্লুমসবারি 2015)।
© 2020 SAGA Egmont (buku elektronik ): 9788726361704
Penerjemah : Tapas Kumar Sen
Tanggal rilis
buku elektronik : 28 Februari 2020
Bahasa Indonesia
Indonesia